Wellcome to National Portal
Main Comtent Skiped

at a glance
এক নজরে জেলা কারাগার মানিকগঞ্জ  


বর্তমান কারাগারটি প্রতিষ্ঠিত হয়ঃ-   ১৯৯৮ সালে।


১। কারাগারের জমি সম্পর্কিত তথ্যঃ 

  1. কারাগারে ভূমির পরিমান                                  ঃ ৬.৩০ একর
  2. কারা অভ্যন্তরে ভূমির পরিমান                            ঃ ৪ একর
  3. কারা বহিঃস্থ জমির পরিমান                               :  ২.৩০ একর

২। বন্দি সম্পর্কিত তথ্যঃ

  • কারাগারে বন্দি ধারণ ক্ষমতাঃ মোট ২৪০ জন( ২৩০ জন পুরুষ, ১০ জন মহিলা)


৩। কর্মকর্তা কর্মচারী সম্পর্কিত তথ্যঃ

  • কারাগারে মোট অনুমোদিত জনবল ---------------------------৮৮ জন
  • বর্তমানে কর্মরত জনবল ------------------------------------৭৯ জন
  • সর্বপ্রধান কারারক্ষি-----------------------------------------০১ জন
  • প্রধান কারারক্ষি কর্মরত--------------------------------------০৩ জন
  • সহকারী প্রধান কারারক্ষি কর্মরত-----------------------------০৬ জন
  • কারারক্ষি কর্মরত-------------------------------------------৫৫ জন
  • মহিলা কারারক্ষি কর্মরত--------------------------------------০৫ জন

নির্বাহী প্রশাসন

“ছক”-ক

ক্রমিক নং পদবী মঞ্জুরীকৃত পদ কর্মরত শূন্য পদ মন্তব্য
জেল সুপার ০১ ০১ -- -
জেলার ০১ ০১ - -
ডেপুটি জেলার ০১ ০১ - -
মহিলা ডেপুটি জেলার ০১ ০১ -- প্রেষণে কারা অধিদপ্তর
সর্ব প্রধান কারারক্ষি ০১ ০১ - -
প্রধান কারারক্ষি ০৩ ০৩ - -
সহকারী প্রধান কারারক্ষি ০৬ ০৬ - -
সহকারী মেট্রন ০১ - ০১ -
কারারক্ষি ৫৫ ৫৫ -- --
১০ মহিলা কারারক্ষি ০৭ ০৫ ০২ -

                                                          শুন্যপদ পুরনের নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।


সিভিল প্রশাসন

“ছক”-খ

ক্রমিক নং পদবী মঞ্জুরীকৃত পদ কর্মরত শূন্য পদ মন্তব্য
সহকারী  সার্জন ০১ ০১ - প্রেষণে ০২ জন কর্মরত
ডিপ্লোমা নার্স ০১ -- ০১ -
ফার্মাসিস্ট ০২ ০১ ০১ -
হিসাবরক্ষক ০১ ০১ - -
কারা সহকারী ০১ - ০১ -
ড্রাইভার ০১ ০১ - -
কারা শিক্ষক ০১ - ০১ -
বাবুর্চি ০১ ০১ - -
পরিচ্ছন্নতা কর্মী ০১ ০১ ০১ -

                                                          শুন্যপদ পুরনের নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।


০৪ অবকাঠামো সম্পর্কিত তথ্য :

“ছক”-গ

ক্রমিক নং ভবন পরিচিতি তলার সংখ্যা পরিমান নির্মান কাল বর্তমান ভৌত অবস্থা মন্তব্য
অফিস ভবন ও জেলারের বাসভবন ০২ ১০০০ ফিট ১৯৯৮ ভাল -
জেল সুপার ও সহকারী সার্জনের বাসভবন ১০০০ ফিট -
ডেপুটি জেলার, ফার্মাসিস্ট, কারা সহকারী ,সর্বপ্রধান কারারক্ষির বাসভবন ৮০০ ফিট -
প্রধান  কারারক্ষির ভবন ০৩ ৬০০ ফিট -
কারারক্ষিদের বাসভবন ০৪ -
কারারক্ষি ব্যারাক ০৩ -- -
মহিলা কারারক্ষিদের বাসভবন ০৬ ৬০০ ফিট -- -
শ্রেনী প্রাপ্ত ভবন ০১ ০১ -
খাদ্যগুদাম ০১ ০১ -
১০ রান্নাঘর ০১ ০১ -
১১ কিশোর বন্দি ভবন ০২ -
১২ কয়েদী ভবন/ সেল ০১ -
১৩ হাজতী বন্দির ভবন ০৩ -
১৪ কারা হাসপাতাল ০২ ০১ ভালো নয় -
১৫ সহকারী সার্জনের অফিস ০১ ০১ ভালো নয় -
১৬ ধোপাখানা ও ওয়ার্ক শেড ০১ ০১ ভাল -
১৭ মহিলা বন্দিদের ভবন ০১ ০১ -
১৮ কারা লাইব্রেরী ও বঙ্গবন্ধু কর্ণার  ০১ ০১ -
১৯ খাদ্যগুদাম ও পাম্প মেশিন ঘর ০১ ০২ টি -



) বন্দিদের জন্য সুবিধাসমূহ:

  • কারাভ্যন্তরে নিরক্ষর বন্দিদের সাক্ষরতা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে।
  • বন্দিদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় অনুশাসন সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
  • বন্দিদের জন্য কারা লাইব্রেরী ব্যবহারের সুবিধা রয়েছে।
  • বিনোদনের জন্য টেলিভিশনের ব্যবস্থা আছে। এছাড়া বন্দিরা লুডু ,দাবা, ক্রিকেট, ফটবল , ভলিবল খৈলার সুযোগ পাচ্ছে।
  • বন্দিদের নিজ খরচে খবরের কাহজ পড়ার সুযোগ দেওয়া হচ্ছে।
  • গরীব ও অসহায় বন্দিদের চাহিদামতো আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
  • বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে সুস্থ জীবন যাপনের লক্ষ্যে আত্নকর্মসংস্থান মূরক প্রশিক্ষণ কর্মসূচী ঃ- কম্পিউটার প্রশিক্ষণ, সেলােই, ইলেকট্রনিক্স , ক্ষৌরীকর্ম সহ আরও অনেক প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে।
  • বন্দিদের সুলভমূল্যে পণ্য সরবরাহের জন্য কারা ক্যান্টিন চালু আছে।
  • কারা বন্দিদের ফোনে কথা বলার সুবিধা চালু আছে।