Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** মানিকগঞ্জ জেলা কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম*** বন্দির বাসায় ফোন দিয়ে বন্দি গুরুতর অসুস্থ বা অন্য কোন কথা বলে প্রতারক চক্র টাকা পাঠাতে বলে থাকে। কোন অবস্থাতেই কাউকে টাকা দিবেন না। প্রয়োজনে জেল সুপার (০১৭৬৯-৯৭০২৩০) অথবা জেলার (০১৭৬৯-৯৭০২৩১) নম্বরে ফোন করে অথবা কারাগারে এসে খোঁজ খবর নিবেন*** ধন্যবাদ***


মিশন ও ভিশন

   মিশন  

 

“রাখিব নিরাপদ দেখাব আলোর পথ"

 

 ভিশন

 

”সংশোধন ও প্রশিক্ষন বন্দীর হবে র্পূনর্বাসন"


কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে, বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করা, কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা, বন্দীদের সাথে মানবিক আচরন করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীদের সাথে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একজন সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষে প্রয়োজনীয় প্রেষণা ও প্রশিক্ষণ প্রদান করা।